আমাদের কথা

Boierthikana

আধুনিক প্রযুক্তিকে ব্যবহার করে বাংলা বই, বেশী সংখ্যক মানুষের কাছে সহজলভ্য করার তাগিদে এই ওয়েবসাইট।

ইতিমধ্যেই আমাদের দেশের, বাংলাদেশের এবং এছাড়া পৃথিবীর আরও বেশ কয়েকটি দেশের, লাইব্রেরী ডিজিটাইজেশানের এর কাজের মধ্যে দিয়ে, এক বিপুল সংখ্যক বাংলা বই, বাংলা পত্রপত্রিকা ডিজিটাইস হয়ে রয়েছে। সে গুলিকে একত্রিত করা এই সাইটের একটি প্রাথমিক কাজ। আমরা আমাদের অতি সীমিত সাধ্যের মধ্যে, বই ডিজিটাইজ করে, পাঠকদের জন্য ‘বইয়ের ঠিকানা’য় তুলে দিচ্ছি। ডিজিটাল দুনিয়ায় বই খুঁজতে, ডাউনলোড করতে সহায়তা দেওয়ার কাজও আমরা করতে চাই।

মনের পুষ্টির জন্য ভাল বই পড়ার কোন বিকল্প নেই। বাংলার সাহিত্য ভাণ্ডার অফুরান, সংস্কৃতি চর্চার বাংলার এক দীর্ঘ গৌরবময় ইতিহাস আছে। এ সময়ের নানা ধরণের অবক্ষয়কে ঠেকাবার জন্য, এই বাংলা বইয়ের বিশাল ভাণ্ডার আমাদের ‘হাতিয়ার’ এর যোগান দিতে পারে, বাঁচাতে পারে

বাংলা চর্চা বাড়ুক, আমাদের পাঠাভ্যাস বাড়ুক এই ইচ্ছার থেকে এই সাইটের জন্ম। ‘বইয়ের ঠিকানা’য় বই পড়ার আনন্দযজ্ঞে যারা শামিল হচ্ছেন, তারা জানান সামনের পথচলাটা আমাদের কি ভাবে হবে

আমাদের যোগাযোগ :

ফেসবুক : Boier Thikana - বইয়ের ঠিকানা

মেল: admin@boierthikana.com

যে বইগুলি এখানে দেওয়া হয়েছে, তাদের কপিরাইট আমাদের নয়। কোন বাণিজ্যিক স্বার্থে এগুলি এখানে ব্যবহার করা হচ্ছে না। কোন ক্ষেত্রে যদি বইয়ের লেখক, সম্পাদক, প্রকাশকের কোন আপত্তি থাকে, জানালে আমারা সে বই সাইট থেকে সরিয়ে দেব। আমরা অনেকগুলি সাইট থেকে, তাদের ফ্রী ডাউনলোড করতে দেওয়া বই নিয়েছি। বইয়ের বিভিন্ন ফেসবুক গ্রুপ থেকেও সংগ্রহ করেছি। এজন্য তাদের কাছে, আমরা ঋণী। তাদেরকে আমরা আন্তরিক কৃতজ্ঞতা জানাই।

Xasia Repository
Grontho
Bangla eBook
ক্যালেডিও
BENGALI PDF COMICS
ধুলোখেলা
আমার বই
বই পাড়া
বইয়ের হাট